নড়াইল প্রতিনিধি।।
‘স্মার্ট যুব,সম্মৃদ্ধ দেশ’ এ প্রতিপাদ্য সামনে নিয়ে নড়াইলে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় দিক- নির্দেশনামূলক বক্তব্য দেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ^তী শীল, অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, যুব উন্নয়ন অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোঃ আলমগীর সিদ্দিকী প্রমুখ।
বক্তারা, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ফেসবুক, ইউটিউবে অকারণে সময় নষ্ট না করে প্রযুক্তিকে কাজে লাগিয়ে বেকারত্ব দূর করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার অনুরোধ জানান।
এসময় সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক- প্রশিক্ষনার্থী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com