নড়াইলে জুলাই যোদ্ধাদের তালিকায় ভুয়া নাম অর্ন্তভূক্তির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬অক্টোবার) বেলা ১১ টার দিকে আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নড়াইল জেলার সর্বস্তুরের জনগনের আয়োজনে এই মানববন্ধনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
আধাঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান প্রমুখ।
বক্তারা, জুলাই যোদ্ধাদের তালিকা পুনরায় যাচাই বাছাই করে ভুয়া নাম বাদ দিয়ে প্রকৃত যোদ্ধাদের নাম সংযোজনের দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়।
প্রসঙ্গত, নড়াইল জেলার জুলাই যোদ্ধাদের তালিকায় নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর গ্রামের বাসিন্দা বিগত সময়ের ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আশিক বিল্লাহ ও তার স্ত্রী খাদিজা বিল্লাহর নাম অন্তর্ভূক্ত করা হয়েছে।
আশিক বিল্লাহ ২০১৫ সালের ২৪ ডিসেম্বর নড়াইল আদালতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও গয়েশ^ও চন্দ্র রায়ের নামে নামে একটি মানহানীর মামলা দায়ের করেন। জুলাই যোদ্ধাদের তালিকায় খালেদা জিয়ার মামলার বাদির নাম অর্ন্তভূক্ত হওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।