নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলা পরিষদ কর্তৃক অসহায় ও দুঃস্থ্যদের মাঝে ত্রাণ বিতরণ বিতরণ করা হয়েছে। শনিবার (১৭জুন) বেলা ১১টার দিকে জেলা পরিষদ চত্বরে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী বিন মোর্ত্তজা।
এসময় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন কুমার সাহা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীল সহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারি ও উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ সূত্রে জানাগেছে, জেলায় কোভিড-১৯ পরবর্তী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে জেলার ১হাজার ৯শত ১৯ জনের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে।