নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৪৫৫ পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার নাকসী-মাদ্রাসা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক সাদ্দাম হোসেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ গ্রামের আকবর শেখের ছেলে।
নড়াইল গোয়েন্দা পুলিশের ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাদ্দামকে আটক করা হয়। তার কাছ থেকে ৪৫৫পিস ইয়াবা উদ্ধার করা হয়। সাদ্দামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা হয়েছে। নড়াইলের সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অভিযান চলমান থাকবে।’