নড়াইলে তথ্য অফিসের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

নড়াইল প্রতিনিধি.

নড়াইলে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে ও জেলা তথ্য অীফসার মোঃ রোস্তম আলীর সঞ্চালনায় সভায় দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, বিশেষ অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম, বীরমুক্তিযোদ্ধা তবিবুর রহমান খান প্রমুখ।

বক্তারা, ১৯৭১ সালের ২৫ মার্চ ভয়াল কালোরাত্রির বিভিষীকাময় ইতিহাস তুলে ধরেন। এছাড়া ২০২৪ সালের জুলাই আগষ্টের ছাত্র-জনতার বিপ্লবে হতাহতদের অবদানের কথা তুলে ধরেন। নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একসাথে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সরকারী দপ্তরের কর্মকর্তা, আইনজীবি. সাংবাদিক, শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা
উপস্থিত ছিলেন।

আরো দেখুনঃ