নড়াইলে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শহর সমাজসেবা অফিসের আলোচনা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি,

নড়াইলে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শহর সমাজসেবা কার্যক্রম (ইউসিডি) সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের সুবিধাভোগী তরুন-তরুণীদের নিয়ে উঠান বৈঠকের পরিকল্পনা সহ দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার
(৫ ফেব্রæয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত নড়াইল শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে পৌরসভার রঘুনাথপুর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

নড়াইল শহর সমাজসেবা অফিসার সুজাউদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রধান অতিথি জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রতন কুমার হালদার,বিশেষ অতিথি জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ খলিল আল রশিদ. সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ ইসমাইল হোসেন প্রমুখ।

সভায় নিরাপদ মাতৃত্ব. বাল্য বিবাহ প্রতিরোধ. পুষ্টিগুন, অবৈতনিক গৃহস্থালি কাজের মর্যাদা উন্নীতকরণ ও পারিবারিক কার্যক্রমে নারী পুরুষের অংশীদারিত্বমূলক দায়িত্ব বন্টনকে উৎসাহিতকরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা
কার্যক্রম, জুলাই-আগষ্ট বিপ্লব, ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’ এ লক্ষ্যে উদ্যোক্ত হাওয়ার মাধ্যমে বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টি সহ বিভিন্ন বিষয়ে উন্নয়ন কর্মকান্ডের ওপর আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে ইসলামী
সঙ্গীত, কবিতা, সঙ্গীত নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে পৌরসভার ১নং ওয়ার্ডের রঘুনাথপুরসহ পাশ^বর্তী গ্রামের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে মঙ্গলবার তারণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শহর সমাজসেবা কার্যালয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের প্রশিক্ষণার্থী ও সুবিধাভোগী তরুণ-তরুণীরেদ নিয়ে উদ্যোক্তা তৈরির পরিকল্পনাসহ দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পর্কে ওরিয়েন্টেশন, চতুর্থ শিল্প বিপ্লব ভিত্তিক উদ্যোক্তা তৈরিতে জব ফেয়ার, ‘ এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’ এবং ভালো উদ্যোক্তা তৈরিতে উন্মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো দেখুনঃ