নড়াইলে তিনদিন ব্যাপী ক্লাইমেট-স্মাট কৃষি প্রযুক্তি মেলা-২০২৩ শুরু হয়েছে। সোমবার (৩০ জানুয়ারী) বিকাল ৪টায় নড়াইল সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ।
সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানের এসে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারন অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দিপক কুমার রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, ক্লাইমেট-স্মাট কৃষি প্রযুক্তি ও কৃষির প্রকল্পের খুলনা অঞ্চলের প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান।
তিনদিন ব্যাপী মেলায় ক্লাইমেট-স্মাট কৃষি প্রযুক্তি ও কৃষির বিভিন্ন বিষয়ের উপর ১০ টি ষ্টল খোলা হয়েছে। মেলায় প্রদর্শনীর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন আয়োজন রয়েছে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com