নড়াইল জেলা পর্যায়ে দিনব্যাপী ইনোভেশন শোকেসিং-২০২৪ মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে নড়াইল দক্ষিণ পূর্ব মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় জেলার তিনটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জেলা সঞ্চয় অফিস, সদর উপজেলা কৃষি অফিস সহ বেশ কয়েকটি দপ্তর অংশগ্রহণ করে। নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী সহ অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে ধারণা নেন।
প্রর্দশনীতে প্রথম স্থান অধিকার করেছে আলোকদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহফুজা ইয়াসমিন শ্রাবনী, দ্বিতীয় স্থান অধিকার করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ গোলাম রব্বানী ও তৃতীয় স্থান অধিকার করেন লোহাগড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়।
বিকালে সমাপণী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এমএম আরাফাত হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রনোতোষ কুমার সেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল বাশার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নবকৃষ্ণ টিকাদার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার গোলাম রব্বানী, মোকসুদুল হক, নড়াইল দক্ষিণ পূর্ব মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরামুল হোসেন রিপন, শিক্ষক নেতা মোঃ আশিকুর রহমান দীপ প্রমুখ।
বক্তারা বলেন, দিনব্যাপী এই মেলার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের শিখন শেখানো কার্যক্রমে গতিশীল ও ফলপ্রসূ আনায়নের ক্ষেত্রে ইনোভেশন শোকেসিং গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এর আগে সকালে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এমএম আরাফাত হোসেন।
মেলা উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com