মতুয়া শ্রী বিমল পাগলের ৩১তম মহোৎসব উৎযাপন উপলক্ষে নড়াইলে দিনব্যাপী মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আগদিয়ার চর সার্বজনীন শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন সেবা আশ্রম ও মন্দির প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৭জুন) প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে মতুয়া সম্মেলন শুরু হয়। প্রদীপ প্রজ্জ্বলন করেন আন্তজার্তিক মতুয়া প্রচার মহাসংঘ, শ্রীধাম ওড়াকান্দি ও মতুয়া মিশন যুব সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মতুয়াচার্য্য শ্রী সম্মদ ঠাকুর।
নড়াইলসহ আশপাশের জেলার অর্ধশতাধিক মতুয়া দল ডাক, ঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে মহাসম্মেলনে উপস্থিত হন। মন্দিরের আশপাশ জুড়ে সম্মেলনকে ঘিরে ভক্তদের ভীড় জমে। পাশাপাশি মন্দিরের আশেপাশে শতাধিক দোকানী বিভিন্ন দোকান নিয়ে বসে।
বিকালে মন্দির প্রাঙ্গনে আলোচনা সভায় মতুয়া বিমল গোসাইয়ের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নাজনীন সুলতানা রোজী, মন্দির কমিটির সাধারণ সম্পাদক মতুয়া সুর্যকান্ত দাস, মতুয়া মিশন জেলা কমিটির সভাপতি অসীম পাল, সেক্রেটারি অসীম বিশ্বাস প্রমুখ। এসময় কয়েক হাজার মতুয়া ভক্ত উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মন্দিরের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও আন্তজার্তিক মতুয়া প্রচার মহাসংঘ শ্রীধাম ওড়াকান্দির মহাসচিব ডাঃ দুলাল কৃষ্ণ রায়।
একে/অননিউজ24