নড়াইলে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক দেশ রূপান্তরের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দুুদিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে ছিলো কেক কাটা, আলোচনা সভা ও বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাদের সাথে প্রতিষ্ঠাবার্ষিকীর কুশল বিনিময়।
৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার বিকালে নড়াইল প্রেসক্লাবের হলরুমে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশ রূপান্তর নড়াইল জেলা প্রতিনিধি আবদুস সাত্তারের সভাপতিত্বে সভায় পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক দেশ রূপান্তরের শুভ কামনা জানিয়ে বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি আঞ্জুমান আরা, বিশেষ অতিথি নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোঃ আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু, সাংবাদিক আসাদ রহমান প্রমুখ। এসময় পত্রিকাটির প্রেসক্লাবের সদস্য মুন্সী আসাদ রহমান, লুৎফুল ্আলম সজল প্রমুখ।.
বক্তারা, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসা করেন এবং এ ধারা যেন অব্যাহত থাকে সেই কামনা করেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানে নড়াইল প্রেসক্লাবের সদস্যবৃন্দ, সাংস্কৃতিককর্মী, রাজনীতিবিদ, শিক্ষক, ছাত্র সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার জেলা বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়। পত্রিকাটিকে আরো এগিয়ে নিতে বিজ্ঞাপণ প্রদানের ক্ষেত্রে আন্তরিকতা ও সহযোগিতার অনুরোধ জানানো হয়।
এসময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতার পাশাপাশি বাহিরাগত অতিথিশিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে তোলে।
এফআর/অননিউজ