নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চর-পাচাইল বাজারে মুদি দোকানঘর পোড়ানোর মিথ্যা মামলা দিয়ে লিটন কাজীসহ প্রতিপক্ষকে ফাঁসানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চর-পাচাইল গ্রামবাসীর আয়োজনে বুধবার (৩০ জুলাই) দুপুরে বাজার চত্বরে এসব কর্মসূচী পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন-রোস্তম মোল্যা, মফিজুর রহমান, আজমল হোসাইন, আখেরা বেগম, আলামিনসহ অনেকে।
বক্তারা বলেন, নড়াইলের চর-পাচাইল গ্রামের সাথী বেগম, আলিম খান ও হায়াত আলী খান কর্তৃক লিটন কাজীসহ প্রতিপক্ষের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদ জানাচ্ছি। এরা গ্রামের নিরীহ সাধারণ মানুষের নামে চর-পাচাইল বাজারের একটি মুদি দোকান পোড়ানো ও মালামাল লুটের মামলা দিয়ে হয়রানি করছে। অথচ টিনশেডের ভাড়া দোকানটি অক্ষত অবস্থায় রয়েছে। দোকানটি পোড়ানো এবং মালামাল লুটের কোনো ঘটনা ঘটেনি। এছাড়া লিটন কাজীসহ প্রতিপক্ষের নামে মারধরের মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, বাদীপক্ষের মামলার বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ই/অননিউজ ২৪
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com