নড়াইল প্রতিনিধি।।
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে শান্তি-শৃংখলা বজায় রাখতে নড়াইলে আইন- শৃংখল বিষয়ক প্রেস ব্রিফিং ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নড়াইলের নবাগত পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান।
শনিবার (২৫ নভেম্বর) দূপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নবাগত পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দোলন ও মোঃ তারেক হাসান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী প্রমুখ।
এসময় জেলায় কর্মরত সাংবাদিক ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
নবাগত পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আইন-শৃংখলা বজার রাখতে সাংবাদিকদের সহযোগিতাসহ একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আইন-শৃংখলা রক্ষায় সাংবাদিকদের পক্ষ থেকেও জেলা পুলিশকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
এফআর/অননিউজ