নড়াইলে সড়ক দুর্ঘটনায় আরাফাত মোড়ল (২৫) নামে একজন মৎস্য চাষী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ আগষ্ট) সকালে নড়াইল-গোবরা-ফুলতলা সড়কের কাড়ারবিল এলাকায় দুর্ঘটনায় তিনি মারা যান। নিহত আরাফাত পাশ^বর্তী যশোরের অভয়নগর ্উপজেলার গোপীনাথপুর গ্রামের ফজর মোড়লের ছেলে।
আরাফাত মোড়লের আত্মীয় গোলাম মোর্শেদ জানান, নিহত আরাফাত মোড়ল একজন ঘের ব্যবসায়ী। মঙ্গলবার ভোরে ঘের থেকে মাছ নিয়ে নছিমনযোগে নড়াইল ও লোহাগড়া শহর দিয়ে ভাটিয়াপাড়া মোড়ে যান। সেখানে মাছ বিক্রি শেষে নছিমনযোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে নড়াইল শহর সংলগ্ন কাড়ারবিল এলাকায় পৌঁছালে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে নছিমনটি উল্টে যায়। এসময় নছিমনে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মৃতদেহ বাড়িতে নিয়ে যান।
এই দুর্ঘটনায় আরো দুজন আহত হন। এরা হলেন গোপীনাথপু গ্রামের জালাল শেখের ছেলে লিটন শেখ (৩৭) ও একই গ্রামের আশরাফ শেখের ছেলে রেজওয়ান শেখ (২৫)। আহতরা নড়াইল সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরে যান।