নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে নবাগত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার উপস্থিত গণমাধ্যমকর্মীদের সাথে পরিচিত হন এবং উপজেলা পরিষদের উন্নয়ন কর্মকান্ডসহ সকল কর্মকান্ড সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের পক্ষ থেকেও তাঁকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, ‘আমি এখানে দীর্ঘস্থায়ী নই। নড়াইল আপনাদের এলাকা। নড়াইলের ভাল-মন্দ আপনারা বুঝবেন। তাই আমি আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। সকলের সহযোগিতা পেলে স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করতে পারবো আশা করি।’
মতবিনিময় সভায় নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোঃ আলমগীর সিদ্দিকী, সহ-সভাপতি মলয় কুমার নন্দী, মোঃ হাফিজুর রহমান, সাবেক সাধারন সম্পাদক শামীমুল ইসলাম টুলু, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুজ্জামান লিট, কোষাধ্যক্ষ সুজয় বকসী, এস এ টিভির নড়াইল প্রতিনিধি আবদুস সাত্তার সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট , অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জানাগেছে, শারমিন আক্তার গত ৩১ আগষ্ট নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ৩৫তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত হয়ে সহকারী কমিশনার হিসেবে রাজশাহীতে যোগদান করেন। এরপর সহকারী কমিশনার (ভূমি) ও সিনিয়র সহকারী কমিশনার হিসেবে চাঁদপুর জেলায় কর্মরত ছিলেন। তিনি শরীয়তপুর জেলার বাসিন্দা।
এফআর/অননিউজ