নড়াইলে নবীন-প্রবীণ কবিদের কবিতা পাঠের আসর অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে নবীন-প্রবীণ কবিদের অংশগ্রহণে বিজয় উৎসব ও শীতকালীন কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। কথা সাহিত্য পরিষদের উদ্যোগে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল মিলনায়তনে কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।
কথা সাহিত্যের প্রতিষ্ঠাতা সাংবাদিক ফরহাদ খানের সঞ্চালনায় ও অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক প্রবীণ কবি আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে নবীন-প্রবীণ কবিরা আবৃত্তি
করেন।
আবৃত্তিতে অংশগ্রহণ করেন-গায়ের কবি বিপুল বিশ্বাস, নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক কবি উজির আলী, বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড
ম্যানেজমেন্ট (বিয়াম) স্কুলের প্রধান শিক্ষক ইউনুস শেখ, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর কবি ও চিত্রশিল্পী তন্দ্রা মুখার্জি, কবি আমিনুল ইসলাম
কাইয়ূম, ইসলামাবাদ দাখিল মাদরাসার শিক্ষক কবি টিপু সুলতান, চন্দ্রকথা সাহিত্য পত্রিকার প্রকাশক ও সম্পাদক কবি সবুজ সুলতান, পিবিএম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক
কবি মিজানুর রহমান, কবি সৈয়দা তরিকা সুলতানা লতা, চন্দ্রকথা পত্রিকার সাহিত্য সম্পাদক স্কুল শিক্ষক অনুমিতা জয়া, মিতা খাতুন, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নুসরাত
আক্তার তিতলী, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ জারিফ এবং শিশু শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া উজমা।
এদিকে, কথা সাহিত্য পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ তরুণ লেখক পরিষদ নড়াইল জেলা শাখার নবনির্বাচিত সভাপতি সৈয়দা তরিকা সুলতানা লতা ও সাধারণ সম্পাদক কবি মিজানুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়।