“শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই শ্লোগানকে ধারণ করে নড়াইলে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে বিশ^ শিক্ষক দিবস পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিলো বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা সহ অন্যান্য কর্মসূচি।
কনিবার (৫ অক্টোবর) বিকাল তিনটায় বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল সদর উপজেলা শাখার আয়োজনে শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর হাসপাতাল সংলগ্ন জেলা শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা শিক্ষক
সমিতির সভাপতি মোঃ আব্দুর রশীদ। সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ মন্ডলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ^া, প্রধান বক্তা জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি সদর উপজেলা শিক্ষা অফিসার সুলতান মাহমুদ, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম, সদর উপজেলা প্রধান শিক্ষক ফোরামের সভাপতি প্রশান্ত কুমার দত্ত, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক নেতা শ্যামল সিংহ, মিরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইউব হোসেন, শেখহাটি তপনভাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আযম খান,
মাইজপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস হোসেন সিকদার, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন আক্তার, তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রোজিত মন্ডল প্রমুখ।
বক্তারা, শিক্ষার মানোন্নয়ন ও দ্রব্যমুল্যের এই উর্দ্ধগতির বাজারে এবং বৈষম্য নিরসনে এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে জাতীয়করণের দাবি জানান। অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়ার জেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসায় বিভিন্ন কর্মর্সূচির মধ্যদিয়ে বিশ^ শিক্ষক দিবস পালিত হয়েছে।
এদিকে বিশ^ শিক্ষক দিবস উপলক্ষে সকাল ১০টায় নড়াইল জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এ র্যালিটি শুরু হয়ে আদালত সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে
শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসটি) মোঃ আরাফাত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ^াস, জেলা শিক্ষা কর্মকর্তা মুহম্মদ জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, বরাশুলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলনা নাসির উদ্দিন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়তুজ্জামান প্রমুখ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ^তী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ জুবায়ের হোসেন চৌধুরী সহ সরকারী দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
একে/অননিউজ24
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com