নড়াইলের কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা-তেলিডাঙ্গা খেয়াঘাটে নৌকা ডুবির চারদিন পর আরো মাহামুদ (২৬) নামে আরো একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিখোঁজ চারজন সহ মোট ৬জনের মৃতদেহ উদ্ধার করা হলো।
নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মাহাবুব আলম জানান, মঙ্গলবার সকালে নবগঙ্গা নদীর বড়দিয়া মহাজন এলাকায় নিখোজ কালিয়া উপজেলার পিরোলী গ্রামের মাহমুদের মৃতদেহ ভেসে ওঠে। খবর পেয়ে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার রাত ৮টার দিকে নৌকা ডুবির ঘটনায় নাজমা বেগম ও তার ৪ বছরের শিশু সন্তান মারা যান। এসময় নিখোজ হন আরো ৪ জন। গত চারদিনে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও সদস্যরা সন্ধান চালিয়ে নিখোজ বাহিরডাঙ্গা গ্রামের রয়েল মন্ডল, গ্রাম পুলিশ সদস্য লাবু শেখ ও জোকার চর গ্রামের মোঃ খানজাহান আলীর মৃতদেহ উদ্ধার করে।