নড়াইল প্রতিনিধি।।
আগামী ২৫ থেকে ৩০ নভেম্বর নড়াইলে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবার-পরিকল্পনা বিভাগ নড়াইলের আয়োজনে এ এ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। পরিবার পরিকল্পনা বিভাগ নড়াইলের উপ-পরিচালক এ,কে,এম, সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, জেলা শিক্ষা কর্মকর্তা মুহম্মদ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ।
সভায়সরকারি কর্মকর্তা, চিকিৎসক,এনজিও প্রতিনিধি,পরিবার পরিকল্পনা বিভাগ কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ