নড়াইলে পলিথিন, প্লাস্টিক ও পলিপ্রোপাইলিন ব্যাগের ক্ষতিকর প্রভাব ও এর ব্যবহার বন্ধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সভায় পরিবেশ দূষণ ও বিপর্যয়ের জন্য পলিথিন প্লাষ্টিক ও পলিপ্রোপাইলিন ব্যবহার বন্ধের দাবি জানান। একই সাথে বিকল্প ব্যবস্থা হিসেবে পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহারের জন্য মানুষের মাঝে উৎসাহ যোগাতে কাজ
করার অনুরোধ জানানো হয়। আগামীতে নড়াইল জেলাকে পলিথিনমুক্ত করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা।
মতবিনিময় সভায় নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, জেলা বিএনপির উপদেষ্ঠা এডভোকেট মোঃ ইকবাল হোসেন শিকদার, জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আমীর অ্যাডভোকেট মোঃ আতাউর রহমান
বাচ্ছু সহ সরকারী দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
একে/অননিউজ24
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com