নড়াইলে পল্লী বিদ্যুতের ডিজিএম-এর বিরুদ্ধে দুর্র্নীতি ও গ্রাহক ভোগান্তির প্রতিবাদে মানববন্ধন
নড়াইল প্রতিনিধি

নড়াইলে পল্লী বিদ্যুতের ডিজিএম হাওলাদার রুহুল আমিনের দুর্র্নীতি, অনিয়ম, অর্থআত্মসাৎ ও গ্রাহক ভোগান্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কে সদর উপজেলার নাকশী মাদরাসা বাজারে পল্লী বিদ্যুতের গ্রাহক ও সচেতন নাগরিক সমাজের আয়োজনে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
আধাঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তব্য দেন ভুক্তভোগী গ্রাহক মশিয়ার সিকদার, সিকদার হাদিউজ্জামান হাদি, ব্যবসায়ী ডাবলু ফকির, ব্যবসায়ী লাবলু সিকদার, মফিজ সিকদার, শাহরিয়ার পারভেজ ইমন প্রমুখ।
বক্তারা বলেন, পল্লী বিদ্যুতের ডিজিএম হাওলাদার রুহুল আমিন গ্রাহকদের সঙ্গে প্রতিনিয়ত দুর্ব্যবহার করছেন। বৈদ্যুতিক সমস্যার জন্য গ্রাহকদের কাছে টাকা দাবি করে থাকেন। প্রাকৃতিক দুর্যোগে টান্সফর্মার নষ্ট হলে ৪০ হাজার টাকা দাবি করা হয়। এমনকি তার কাছে কোনো কাজে গেলে নারী সদস্যদের সঙ্গে চরম খারাপ আচরণ করা হয়ে থাকে। বক্তারা যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-০২ এর তালতলা জোনাল অফিসের ডিজিএম হাওলাদার রুহুল আমিন কর্তৃক গ্রাহক ভোগান্তি নিরসন, বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির তদন্ত পূর্বক অপসারণ ও শাস্তির দাবি জানান ।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ডিজিএম হাওলাদার রুহুল আমিন সাংবাদিকদের বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। তাছাড়া অফিসিয়াল নিয়মানুযায়ী সমস্ত কাজকর্ম করা হয়ে থাকে। এখানে গ্রাহকদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ দাবি করার প্রশ্নই আসে না।
fi