নড়াইলে পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু

নড়াইল প্রতিনিধি

মা বাবার অসাবধানতায় পানিতে দুবে শিশু তিন্নি (৫) ও মো. তানহা (৩) নামে আপন দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে এ ঘটে ঘটে। শিশু দুটি ওই গ্রামের নূর জালাল মোল্যার সন্তান।

স্থানীয় বাসিন্দা রাজীব ও পুলিশ সূত্রে জানাগেছে, শনিবার বিকালে নূর জালাল ও তার স্ত্রী বাড়ির পাশের মাছের ঘেরে যান। এসময় তাদের শিশু সন্তান তানহা ও তিন্নিও ঘেরে যায়। ঘের পাড় ধরে বাবা জালাল মোল্যা একটু দূরে এগিয়ে যান। বাড়িতে কাজ থাকায় শিশু দুটির মা বাড়িতে ফিরে আসেন। সন্ধ্যার দিকে শিশু দুটি বাড়িতে না আসায় তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পরিবারর লোকজন বাড়ির পাশে মাছের ঘেরের পানিতে ভাসতে দেখে তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান ভূঁইয়া তাদের মৃত ঘোষণা করে।

নড়াইল সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘শিশু দুটির মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’ এদিকে শিশু দুটির মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আরো দেখুনঃ