নড়াইলে পানিতে ডুবে সুজন বিশ্বাস (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সুজন সদর উপজেলার উপজেলার জুড়–লিয়া গ্রামের আফছার বিশ্বাসের ছেলে। সে জুড়ুলিয়া জেবিএম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
নিহতের স্বজনরা জানান, রোববার সকালে প্রতিদিনের মতো বাড়ির পাশের পুকুর পাড়ের আম গাছের ডালে ঝুলে শরীরচর্চা করতে যায় সুজন। আম গাছের ডালে ঝুলতে গিয়ে হাত ফসকে পুকুরে পড়ে যায়। সাঁতার না জানায় পানিতে ডুবে তার মৃত্যু হয়।
পানিতে ডুবে যাওয়ার বিষয়টি সুজনের মা জানতে পেরে কান্না কাটি ও চিৎকার করতে থাকে। এসময় পরিবারের লোকজন ও প্রতিবেশিরা এগিয়ে এসে পুকুর থেকে সুজনকে উদ্ধার করে। পরে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন,‘ পরিবারের লোকজনের মাধ্যমে জানতে পেরেছি, সুজনের মৃগী রোগ ছিলো। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
এফআর/অননিউজ