নড়াইলে পানিতে ডুবে ২বছরের শিশুর মৃত্যু
নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের পাইকমারি গ্রামে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে আনিসা নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আনিসা ওই গ্রামের স’মিল শ্রমিক সেকেন সরদারের মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে শিশু আনিসা নিজ বাড়ির উঠানে আরো কয়েকজন শিশুদের সাথে খেলা করছিলো। এ সময় পরিবারের অন্য সদস্যরা সংসারের কাজকর্মে ব্যস্ত ছিলেন। পরিবারের লোকজনের অগোচরে খেলার ছলে শিশু আনিসা বাড়ির পাশে থাকা ছোট্ট ডোবার পানিতে পড়ে যায়। এদিকে বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে ডোবার পানিতে ভাঁসমান অবস্থায় তাকে পাওয়া যায়। পরে স্থানীয় আলীগঞ্জ বাজারে পল্লী চিকিৎসকের কাছে নেয়া হয়। সেখান থেকে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ভাষিকা মিফতাহুল ফাইকা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা ১১ টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
এদিকে শিশুটির মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
JN