নড়াইলে প্রকল্পের বার্ষিক লানিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি।।

রাজবাড়ী নড়াইল কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্পের বার্ষিক লানিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইল সদর উপজেলার
বনগ্রাম গালভাঙ্গী সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্যাপ্টিষ্ট এইড-বিবিসিএফ (আরএনসিডিপি) প্রজেক্টের আয়োজনে কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা সমাজসেবা অফিসার উত্তম সরকার, সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার একেএম মামুনুর রশিদ, এনজিও সমন্বয়ক সিকদার মুনজুরুর রহমান পান্নু। কর্মশালায় প্রকল্পের কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন আরএনসিডিপির প্রকল্প ব্যবস্থাপক সিলভিয়া গিনি কর্মকার।

কর্মশালায় জানানো হয়, রাজবাড়ী ও নড়াইল কর্ম এলাকায় প্রকল্পের মাধ্যমে জেন্ডার ও নিরাপত্তা, জীবিকায়ন, পরিবেশবান্ধব কৃষি, দুর্যোগের ঝুঁকি হ্রাস ও
জলবায়ু পরিবর্তন অভিযোজন এবং ওয়াশ বিষয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এসব কার্যক্রমের মাধ্যমে তৃণমুল পর্যায়ের সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির পাশাপাশি জীবনমানের পরিবর্তন ও উন্নয়ন ঘটবে।

কর্মশালায় রাজবাড়ী ও নড়াইল কর্ম এলাকার উপকারভোগী ও সেকেহুারী স্টেকহোল্ডারবৃন্দ অংশগ্রহণ করেন।

আরো দেখুনঃ