প্রাণিসম্পদের উৎপাদনবৃদ্ধি ও জনসাধারণের জন্য প্রানীজ আমিষ সরবরাহ নিশ্চিত করার লক্ষে নড়াইলে প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
“প্রাণি সম্পদে ভরবো দেশ গড়বো সোনার বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে নিয়ে বৃহস্পতিবার নড়াইল সদর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
এ প্রদর্শনীতে ২০টি ষ্টল সাজিয়ে বিভিন্ন জাতের গরু, ছাগল, ঘোড়া, কবুতরসহ পশু-পাখি প্রদর্শন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল নড়াইল সদরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সিদ্দীকুর রহমান, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকুনুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ডেইরী ফার্ম মালিক, খামারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ