স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদত বার্ষিকী মর্যাদায় পালনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভায় এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১৫ আগষ্ট দিনব্যাপী কর্মর্সূচির মধ্যে রয়েছে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বে-সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজধারন, বঙ্গবন্ধুর মুর্যালে পুস্পস্তবক অর্পন, শোক র্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা, কবিতা, রচনা, চিত্রাংকন, হমদ-নাথ প্রতিযোগীতা, খাবার বিতরণ, প্রামান্য চিত্র প্রদর্শন, মসজিদ-মন্দিরসহ বিভিন্ন উপসনালয়ে বিশেষ প্রার্থনা, দোয়া মাহফিল ও শোকসভাসহ বিভিন্ন কর্মসুচি।
এছাড়া বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৫তম জন্মবাষির্কী ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৪তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান ভুইয়া সহ সরকারী দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিরিা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com