নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যবর্তন দিবস পালিত হয়েছে।
বুধবার (১০ জানুয়ারীী) সকাল সোয়া ৮টায় নড়াইল জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলাা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ ,বঙ্গন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য, বঙ্গবন্ধুর মুর্যালে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, আওয়ামীলীগ নেতা আশীষ কুমার বিশ্বাস সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা।
এফআর/অননিউজ