নড়াইলে বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল হয়েছে। বৃহস্পতিবার (৬জুন) বিকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নড়াইল জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
শহরের মুচিরপোল টাউন ক্লাব এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল প্রেসক্লাবেব সামনে এসে শেষ হয়। এসময় বাজেটকে স্বাগত জানিয়ে পথসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগ নড়াইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোঃ গাউছুল আজম মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোকন কুমার সাহার সঞ্চালনায় বক্তব্য দেন নড়াইল পৌর সভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা, জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বিপ্লব বিশ্বাস বিলো, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন ইকবাল,সহ-সভাপতি অ্যাডভোকেট্ধসঢ়; সৈয়দ শরিফুল ইসলাম নান্নু, সাংগঠনিক
সম্পাদক তোফায়েল মাহমুদ তুফান, সদর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর সিকদার প্রমুখ বক্তারা, ঘোষিত বাজেটকে জনকল্যাণমুলক আখ্যায়িত করে বলেন, ‘ বাজেট দেশের উন্নয়ন ও জনগনের কল্যাণে ভুমিকা রাখবে। বক্তারা, মুুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে
সকলকে পাশে থাকার আহবান জানান।
কর্মসূচিতে জেলা যুবলীগ সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
একে/অননিউজ24