নড়াইল প্রতিনিধি
নড়াইলে দিনব্যাপী ‘‘রিইন্টিগ্রেশন অফ রিটার্ণী মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ" শীর্ষক প্রকল্প পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের (বিএনএসকে) আয়োজনে নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই অনলাইনে যুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ শহীদুল আলম, এনডিসি।
কর্মশালায় বিভিন্ন বিষয়ে তথ্য-উপাত্ত তুলে ধরে বক্তব্য দেন বিশেষ অতিথি নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাসার আল মামুন সিদ্দিকী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রানী মজুমদার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকনুজ্জামান, নড়াইল পৌর সমাজ সেবা কর্মকর্তা মোঃ সুজাউদ্দিন, নড়াইল পৌরসভার কাউন্সিলর রেজাউল বিশ^াস, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার রাফিজা শাহীন, মোঃ শাহীন কাওসার, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের প্রোগ্রাম কো-অর্ডিনেটর জর্জিনা মৌটুসী সরকার প্রমুখ।
ঊক্ত অনুষ্ঠানে কর্মশালার উদ্দেশ্য শেয়ারিং, অভিবাসী কাজের বর্তমান পরিস্থিতি, কর্মক্ষেত্রে বিভিন্ন সুবিধা-অসুবিধা, সরকারের বিভিন্ন সেবা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর পাশাপাশি আয়োজক প্রতিষ্ঠান নড়াইল জেলার তিনটি উপজেলা নড়াইল সদর, কালিয়া উপজেলা ও লোহাগড়া উপজেলায় বাস্তবায়িত উক্ত প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করে।
কর্মশালায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা, সাংবাদিক, অভিবাসী শ্রমিক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
এফআর/অননিউজ