ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭নভেম্বর) দুপুরে জেলা বিএনপির আয়োজনে শহরের মহিষখোলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বাসভবন চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজুর রহমান আলেকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান,কৃষকদলের আহবায়ক নবীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, সদস্য সচিব মঞ্জুরুল সাইদ বাবু সহ অনেকে।
আলোচনা সভা শেষে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে
বিক্ষোভ সমাবেশ করে।