প্রত্যাগত অভিভাসী, ফিরে এলেও পাশে আছি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে ‘বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে প্রকল্পের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ওয়েলফেয়ার সেন্টার যশোরের উদ্যোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয় কর্তৃক বাস্তবায়নাধীন রিকোভারী এ্যান্ড এডভান্সমেন্ট অফ ইনফরম্যাল সেক্টও ইমপ্লয়মেন্ট: রিইন্ট্রিগ্রেশন অফ রিটার্নিং মাইগ্রেন্টস (আরএআইএসই) প্রকল্পের আওতায় এই সেমিনারে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আরএআইএসই প্রকল্পের উপ-পরিচালক মোঃ জাহিদ আনোয়ারের সভাপতিত্বে সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন প্রদান অতিথি নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া শুকায়না, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ^াস, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, নড়াইল জজকোর্টের পিপি সৈয়দ এমদাদুল ইসলাম এমদাদ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোঃ আলমগীর সিদ্দিকী, সাবেক সভাপতি মোঃ এনামুল কবীর টুক, ওয়েল ফেয়ার সেন্টার,যশোর এর সহকারি পরিচালক মোঃ ফসিউল আলম প্রমুখ।
সেমিনারে বিদেশ ফেরত নারী পুরুষদের আর্থিক ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সরকারীভাবে পুনরায় বিদেশে গমণ সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশ^াস দেয়া হয়। পাশাপাশি কেউ যাতে দালালচক্রের মাধ্যমে বিদেশে গিয়ে ক্ষতিগ্রস্থ না হয় সে ব্যাপারে পরামর্শ দেয়া হয়।
সেমিনারে সরকারী কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, বিভিন্ন ব্যাংক কর্মকর্তা, বিদেশ ফেরত নারী পুরুষ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ