নড়াইলে বিল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিলের মধ্য থেকে সালমান খন্দকার (২৬) নামে এক যুকবের
মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার নোয়াগ্রাম
ইউনিয়নের কাওলডাঙ্গা বিল থেকে মৃতদেহটি উদ্ধার করে। নিহত সালমান নোয়াগ্রাম
ইউনিয়নের শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে। তিনি নোয়াগ্রাম ইউনিয়ন
স্বেচ্ছাসেবকদলের একজন কর্মী ছিলেন।
পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানাগেছে, সালমান বৃহস্পতিবার রাত ১১ টা পর্যন্ত
তার বন্ধুরদের সাথে পাশ্ববর্তী শামুকখোলা নিজ বাড়িতে এসে কিছুসময় পর পুনরায়
বেরিয়ে যায়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। বাড়ির লোকজন রাতে খোঁজাখুজি করেও তার
সন্ধান পায়নি।
শুক্রবার সকালে পাশ্ববর্তী কাওলডাঙ্গা বিলের মধ্যে একটি ইট ভাটার পাশে মৃতদেহটি
দেখতে পান কৃষকরা। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে নিহতের পরিবারের সদস্যরা
এসে মৃতদেহ সনাক্ত করে। পরে পুলিশকে খবর দেয়ার পর ঘটনাস্থল্ধেসঢ়; এসে পুলিশ মৃতদেহটি
উদ্ধার করে।
প্রত্যদর্শীরা জানান, নিহত সালমান খন্দকারের শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে।
নিহতের ভাই রিহান খন্দকার জানান, তার ভাই সালমান লোহাগড়া উপজেলা বিএনপির
সভাপতি আহাদুজ্জামান বাটুর সাথে চলাফেরা করে। সালমান রানীতির সাথে জড়িত।
স¤প্রতি লোহাগড়া উপজেলায় একটি নাশকতা মামলা হয়েছে। ওই মামলায় এলাকার
কয়েকজন আওয়ামীলীগ আসামী হয়েছে। তারা সালমানকে দায়ী করে তাকে দেখে নেয়ার
হুমকী দিয়েছিলো। হয়তো তারাই তার ভাইকে হত্যা করতে পারে।
লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদ্ধুসঢ়;জ্জামান বাটু বলেন‘ নিহত সালমান
নোয়াগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের একজন কর্মী ছিলো। সালমানে হত্যাকান্ড
আমাদেরকে ব্যথিত করেছে। আইন প্রয়োগকারী সংস্থার কাছে দাবি, যারা এঘটনার
সাথে জড়িত তাদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
লোহাগড়া থানা পুলিশের ওসি আশিকুর রহমান জানান, মৃতদেহটি উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের
সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে

আরো দেখুনঃ