বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে নড়াইলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ‘‘ এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই
সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি’ এই শ্লোগানকে ধারণ করে সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালি শেষে
সিভিল সার্জনের সভাকক্ষে সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর হাসপাতালের তত্ববধায়ক ডাঃ প্রেমানন্দ মন্ডলের সভাপতিত্বে এন্টিবায়োটিক ব্যবহার সম্পর্কে বক্তব্য তুলে ধরেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ
সুব্রত কুমার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সুভাশিষ বিশ্বাস, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মোল্যা
ফোরকান আলী প্রমুখ। অনুষ্ঠানে চিকিৎসক, পল্লী চিকিৎসক, সেবিকা সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।