নড়াইল প্রতিনিধি।।
“ পানি জীবন,পানিই খাদ্য কেউ থাকবে না পিছিয়ে” এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে।
সোমবার দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ পরিচালক জুলিয়া শুকাইনা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ,নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায় এর সভাপতিত্বে পানি উন্নয়ন বোর্ড, নড়াইলের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল সেন, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ হাসানুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সরকারি কর্মকর্তা, কর্মচারি, মুক্তিযোদ্ধা,এনজিও প্রতিনিধি,ব্যাবসায়ি,সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ