নড়াইলে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত
নড়াইল প্রতিনিধি
নড়াইলে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ডিসেম্বর) বেলা ১১টায় নড়াইল জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আায়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্টিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহম্মদ আশফাকুল হক চৌধুরী, বিশেষ অতিথি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনিষ্টিটিউট যশোরের বেজ্ঞানিক কর্মকর্তা অমিত কুমার মন্ডল, জেলা মৎস্য কর্মকর্তা সিদ্দিকুর রহমান, কৃষি সম্প্রসারন অধিদপ্তর নড়াইলের কর্মকর্তা সৌরভ দেবনাথ, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ হাসানুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোঃ আলমগীর সিদ্দিকী প্রমুখ।
বক্তারা, দেশের ফসলি জমি রক্ষা, মাটির গুনাগুন রক্ষা করা, জমির উর্বরা শক্তি রক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ সহ সবুজ বিপ্লব ঘটাতে সকলকে আন্তরিকতার সাথে কাজ করার অনুরোধ জানান।
সভায় সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কৃষকসহ সংশ্লিষ্ট বিভাড়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।