নড়াইলে বিশ্ব য²া দিবস পালিত
নড়াইল প্রতিনিধি

“প্রতিশ্রæতি, বিনিয়োগ ও সেবাদান দ্বারা, সম্ভব হবে য²ামুক্ত বাংলাদরশ
গড়া” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব য²া দিবস পালিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে
নড়াইল সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি
শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়। পরে চিত্রা
আবাসিক হলরুমে দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত আলোচনা সভায়
সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ। বক্তব্য দেন নড়াইলের
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের
আহŸায়ক ও জজকোর্টের পিপি এডভোকেট আব্দুল হক, জেলা মাধ্যমিক
শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা
কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মোঃ
নূরুল আবছার, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আলিফ নূর, সদর
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত, লোহাগড়া উপজেলা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ আবুল হাসনাত, কালিয়া
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শোয়াইব, নড়াইল
সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত¡াবধায়ক আলিমুজ্জামান সেতু, সিভিল সার্জন
অফিসের মেডিকেল অফিসার ইসমাইল হোসেন বাপ্পী, ডাঃ এ.এস.এম. আবুল
খায়ের মিরাজ, ব্র্যাক নড়াইল জেলা সমন্বয়ক মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা য²া প্রতিরোধে জন্মের পর পর প্রত্যেক শিশুকে বিসিজি
টিকাদান, আক্রান্তদের ঘনিষ্ঠ সহচার্য এড়িয়ে চলা, পুষ্টিকর ও সুষম খাবার
খাওয়ার মাধ্যমে শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, নিয়মিত ব্যায়াম
অভ্যাগ গড়ে তোলা, বাসস্থানের পরিবেশ খোলামেলা, আলো-বাতাস সম্পন্ন
রাখা সহ বিভিন্ন বিষয়ের দিকে সচেতন থাকার অনুরোধ জানান।
সভায় চিকিৎসক, সাংবাদিক, ইমাম সহ সুশীল সমাজের প্রতিনিধিরা
অংশগ্রহণ করেন।