নড়াইলে ভারত ও ইসরাইলবিরোধী বিক্ষোভ / ভারত ও ইসরাইলে মুসলিম নির্যাতনের প্রিিতবাদে নড়াইলে বিক্ষোভ

নড়াইল প্রতিনিধি

ভারতে সা¤প্রতিক মুসলিম নির্যাতন ও ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর ছাত্র, যুব ও জনতার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সদর হাসপাতাল মোড় প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালে
এসে শেষ হয়।

এসময় বিক্ষোভকারীরা ভারত, ইসরাইল, মোদি ও নেতানিয়াহ্#ু৩৯;র বিরুদ্ধে শ্লোগান দেয়। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ম. ম. শফিউর রহমান শফিউল্লাহ, নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয় মসজিদের ইমাম মাওলানা শামীম আহমদ সামাজিক সংগঠক মিনহাজুল ইসলাম,ছাত্রনেতা সাজ্জাদ হোসেন, শাফায়াত উল্লাহ, প্রমুখ।

এ সময় বক্তব্যে সামাজিক সংগঠক মিনহাজুল ইসলাম বলেন,বাংলাদেশে আমরা হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস
করছি। আমাদের দেশে একজন হিন্দুকেও ধর্মীয় কারণে হত্যা করা হয়নি। কিন্তু ভরতে মুসলিমদের উপর উগ্রবাদী হিন্দুরা আক্রমণ করছে, মুসলিমদের হত্যা করছে। এর মাধ্যমে প্রমাণিত হয় বাংলাদেশে সা¤প্রদায়িক স¤প্রীতি রয়েছে। কিন্তু ভারতে কোনো সা¤প্রদায়িক স¤প্রীতি নেই।

কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ম. ম. শফিউর রহমান শফিউল্লাহ অর্ন্তবতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের প্রশংসা করে বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা আপনি জাতিসংঘকে জানিয়ে দিন যে, ভারত ও ইসরাইল কীভাবে মুসলিম নির্যাতন
করছে। বিশ্ববাসীর নিকট আপনার গ্রহণযোগ্যতা রয়েছে।

জাতিসংঘ আপনার কথা গ্রহণ করবে। বিক্ষোভ কর্মসূচিতে আলেম-ওলামা, শিক্ষক, ব্যবসায়ী, ছাত্র সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

আরো দেখুনঃ