নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। নড়াইল জেলা প্রশাসনের ্আয়োজনে সদর উপজেলা সহকারী কমিশনারের কার্যালয় চত্বরে সেবা সপ্তাহের আয়োজন করা হয়েছে।
সেবা সপ্তাহে ই-নামজারী, অনলাইনে খাজনা প্রদান, ভুমি বিষয়ক বিভিন্ন সেবা প্রদান, বিভিন্ন এলএ কেসের ক্ষতিপূরনের চেক প্রদান, স্মার্ট ভুমি সেবার বিষয়ে প্রচারণামূলক সভা সহ বিভিন্ন ধরণের সেবা প্রদান করা হচ্ছে।
সোমবার (২২মে) সকাল ১০টায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন উপলক্ষে নড়াইল সার্কিট হাউজ চত্বর থেকে এ একটি র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা ভূমি অফিস চত্বরে গিয়ে শেষ হয়। পরে বেলুন ও কবুতর উড়িয়ে এবং ফিতা কেটে সেবা সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইলজেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান মান আরা, সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সেলিম আহম্মেদ প্রমুখ। এসময় সরকারি কর্মকর্তা, সেবা গ্রহীতা, সাংবাদিক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনলাইনে খাজনা প্রদান, ই-নামজারী, ভুমি বিষয়ক বিভিন্ন সেবা প্রদান, বিভিন্ন এলএ কেসের ক্ষতিপূরণের চেক প্রদান করেন অতিথিবৃন্দ। ভূমি সেবা সপ্তাহে স্মার্ট ভুমি সেবার বিষয়ে প্রচারণামূলক সভা সহ বিভিন্ন ধরণের সেবা প্রদান করা হবে।
এফআর/অননিউজ