নড়াইলে ভোক্তা অধিকার অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা
নড়াইল প্রতিনিধি

নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে শহরের বাণিজ্যিক কেন্দ্র রূপগঞ্জ বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম। এ সময় নিয়মবহির্ভূত কার্যক্রমের দায়ে রূপগঞ্জ বাজারের মেসার্স সৌরভ ফার্মেসীকে ১২ হাজার টাকা ওমেসার্স কুন্ডু বাণিজ্যালয়কে ৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক শামীম হাসান, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নড়াইল জেলা শাখার সভাপতি মলয় কান্তি কুন্ডু, সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমানসহ ক্যাবের অন্যান্য সদস্যরা।
ভোক্তা অধিকার সংরক্ষণের স্বার্থে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান