নড়াইলে মতবিনিময় সভায় খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার করোনা ও ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে
আবদুস সাত্তার, নড়াইলঃ

খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার বলেছেন, ‘ করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে। সেক্ষেত্রে মসজিদের ইমামদের মাধ্যমে মুসল্লিদের মাঝে সচেতনতা বাড়াতে হবে। একইভাবে পুরোহিতরা মন্দিরে প্রচারের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর জন্য কাজ করবেন। এছাড়া সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণীপেশার মানুষ স্ব স্ব স্থান থেকে জনসচেতনায় কাজ করে যাবেন। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। একই সাথে পরিবেশ রক্ষায় প্লাষ্টিকের ব্যবহার পরিহার করতে হবে।
মঙ্গলবার (১৫জুলাই) বিকালে নড়াইল সদর উপজেলা পরিষদ হলরুমে করোনা ভাইরাস ও ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নড়াইল পৌরসভা অপরিকল্পিতভাবে এগোচ্ছে। এখানে জলাবদ্ধতাসহ নাগরিক সমস্যা দুর করতে নাগরিকদের সহযোগিতা নিয়ে কাজ করতে হবে। একই সাথে নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসক সংকট সহ অন্যান্য সমস্যা নিরসনেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি নড়াইল জেলার উন্নয়নে সকলকে মতামতের ভিত্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
নড়াইল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক ও নড়াইল পৌরসভার প্রশাসক জুলিয়া শুকায়না, সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) জেলা সভাপতি শরীফ মুনীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম নড়াইল জেলা শাখার আমীর মোঃ আতাউর রহমান বাচ্চু, জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ ইমাম ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওয়াকিউজ্জামান, শিক্ষক নেতা সাখাওয়াত হোসেন, নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ মাহবুবুর রশীদ লাবলু, গণমাধ্যমকর্মী আসাদ রহমান প্রমুখ।