ষষ্ঠী পূজার মধ্যদিয়ে নড়াইলে সনাতন ধর্মবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭ টার মধ্যে জেলার ৫৩৬টি
পূজামন্ডপে দেবী দূর্গার ষষ্টীপূজাঁ অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নড়াইলের মন্দিরে মন্দিরে দেবীর বোধন এর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিককতা শুরু হয়
তিথি অনুযায়ী বুধবার সকাল সাড়ে ৭টার মধ্যে মন্ডপগুলিতে ষষ্ঠীপূজা শেষ হয়।
নড়াইল শহরের চৌরাচাস্তা কেন্দ্রীয় টাউন কালিবাড়ি পূজামন্ডপ, পুরাতন রেজিষ্ট্রি অফিস পূজামন্ডপ, ভওয়াখালী মিতালী সংঘ, চরেরঘাট পূজামন্ডপ, জমিদার বাড়ি
বাধাঘাট পূজামন্ডপসহ বিভিন্ন পূজামন্ডপে সনাতন ধর্মালীরা ষষ্ঠী পূজা সম্পন্ন করে।
নড়াইল শহরের ভওয়াখালীর বাসিন্দা সুজয় কুমার বকসী জানান, তিথির কারনে এবছরের অধিকাংশ পূজা ভোরে সম্পন্ন হবে। যার কারনে মাঝ রাত থেকেই পূজার
প্রস্তুতি সম্পন্ন করতে হচ্ছে।
এদিকে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বিভিন্ন পূজামন্ডপে দর্শনীয় গেট নির্মাণ ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। সনাতন ধর্মালম্বীদের বাড়িতে আত্মীয় স্বজনের আগমনে মুখরিত হয়ে উঠেছে।
জেলা পূজা উদযাপন কমিটির পঙ্কজ বিহারী ঘোষ জানান, নড়াইল একটি ছোট জেলা হলেও এবছর নড়াইল জেলার নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলায় ৫৩৬টি
পূজাঁ মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসন থেকে সার্বিক নিরাপত্তাসহ সকল প্রকার সহযোগীতার প্রদান করছে, আশাকরি প্রতিবছরের ন্যায় এবারও শান্তি-শৃংখলার ও উৎসবের মধ্য দিয়ে পূজাঁ সম্পন্ন হবে।
এদিকে ১০ অক্টোবর বৃহস্পতিবার সপ্তমী পূজাঁ অনুষ্ঠিত হবে মন্দিরের দেবী দূর্গা প্রতিমার সামনে । ১৩ অক্টোবর দেবী দূর্গার বিসর্জ্জন এর মধ্য দিয়ে শেষ হবে শারদীয় উৎসব।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com