নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ মহিলা যুবলীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা। বৃহস্প্রতিবার (৬ জুলাই) বিকালে এ উপলক্ষে বাংলাদেশ মহিলা যুবলীগ, নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল চৌরাস্তা এলাকা থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন টার্মিনাল চত্বরে এসে শেষ হয়। এসময় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর মুর্যালে পুস্পস্তবক অর্পণ করেন।
পরে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় জেলা মহিলা যুবলীগের সভাপতি সঞ্চিতা হক রিক্তার সভাপতিতে ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট মিলি সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনজুমান আরা, বিশেষ অতিথি জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভেকেট রমা রানী রায়, জেলা মহিলা যুবলীগের সহ- সভাপতি আরিফা ইসলাম মৌসুমী, যুগ্ম সাধারণ সম্পাদক ও লোহাগড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জল, সদর থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রেয়াজ মাহমুদ মিশাম, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পায়েল প্রমুখ।
বক্তারা, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস আওয়ামীলীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে জোরালোভাবে কাজ করার অনুরোধ জানান। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসকেডি/অননিউজ