নড়াইলে মাদক মামলায়কাদের বিশ্বাস (৪০) নামে এক মাদক কারবারীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. সাইফুল আলম এ দন্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় যাবজ্জীবন আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
আদালত ও এজাহার সূত্রে, ২০০৯ সালে সদর উপজেলার সীতারামপুর ব্রিজের পাশে একটি বাস তল্লাশি করে আসামি যশোরের চৌগাছার মোহাম্মদপুরের করিম বিশ্বাসের ছেলে মো: কাদের বিশ্বাসের কোমর থেকে ৩ লিটার ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ মামলায় ৮জনের সাক্ষ্য শেষে বিজ্ঞ বিচারক এই রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) মো. আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত আসামী কাদের বিশ্বাস পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের পর থেকে সাজা কার্যকর হবে।
এফআর/অননিউজ