নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সদর উপজেলায় আউড়িয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এবিএস মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় পুকুরে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১জুন) সকালে সমাপণী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম পলাশ, বিশেষ অতিথি ছিলেন এবিএস মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী। অতিথিবৃন্দ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন।
মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণে ৩০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সমাপণী অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, ছাত্র-ছাত্রী ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।
এসকেডি/অননিউজ