নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ কার্যক্রম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
কালিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন-মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া।
বিশেষ অতিথি ছিলেন-যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান হীরা, জেলা পরিষদ সদস্য খান শাহীন সাজ্জাদ পলাশ, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য চৈতি বিশ্বাসসহ অনেকে।
প্রধান অতিথিসহ বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে বঙ্গবন্ধুর অসাপ্ত আত্মজীবনীসহ মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন বই-পুস্তক পড়ার চর্চা করতে হবে।
এদিকে, মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যরা। অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।