নড়াইল প্রতিনিধি।।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের গৌরব ও সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নড়াইলে আলোচনা সভা, র্যালি ও কেক কাটার আয়োজন করা হয়।
শনিবার বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আয়োজনে শহরের মুচিরপুর এলাকায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোঃ গাউছুল আজম মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উদ্বোধক নড়াইল জজ কোটের পিপি অ্যাডভোকেট সৈয়দ এমদাদুল ইসলাম এমদাদ, প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক বাবুল কুমার সাহা, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ কুন্ডু মিটুল, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়ায়েজিন লিটু, সাবেক ভিপি মোঃ জাহাঙ্গীর হোসেন ইকবাল নড়াইল জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ বিপ্লব বিশ্বাস বিলো, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাঈম ভূঁইয়া প্রমুখ।
বক্তারা বিএনপি জামাাতের অবৈধ হরতাল অবরোধ প্রতিহত করতে আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগের নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটেন অতিথিবৃন্দ। পরে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
কর্মসূচিতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ