নড়াইলে যৌথবাহিনীর অভিযানে যানবাহনে মামলা ও জরিমানা, আটক ১১টি যানবাহন

নড়াইল প্রতিনিধি

নড়াইলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২৬টি মামলা দায়ের, ৯৫ হাজার টাকা জরিমানা ও ১১টি যানবাহন আটক করেছে।

বুধবার সন্ধ্যায় শহরের হাতিরবাগান মোড়ে এ অভিযান পরিচালিত হয়।

নড়াইল ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর কামরুল ইসলাম জানান, অভিযান চলাকালে গাড়ির কাগজপত্র না থাকায় ১১টি মোটর সাইকেল আটক করা হয়। এছাড়া হেলমেট ও কাগজপত্র না থাকায় ২৬টি যানবাহনে মামলা দেয়া হয় এবং ৯৫হাজার টাকা জরিমানা করা হয়। ট্রাফিক আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান। অভিযানকালে সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো দেখুনঃ