নড়াইল প্রতিনিধি।।
বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়াণ দিবস ও বর্ষা বিদায় উপলক্ষে ঘরোয়াভাবে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (১২ আগষ্ট) বিকালে নন্দন কানন শিশু বিকাশ ও সংস্কৃতি চর্চাকেন্দ্রের আয়োজনে শহরের ধোপাখোলায় সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রয়াণ দিবসের আলোচনা সভায় নন্দন কানন শিশু বিকাশ ও সংস্কৃতি চর্চাকেন্দ্রের সভাপতি সুভাষ বিশ^াসের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ মায়া রানী বিশ্বাস প্রমুখ।
আলোচনা সভা শেষে দলীয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পী স্বর্গ, দৃষ্টি, প্রত্যয়, তৃষা,পূজা, কমলিকা, নিলয়, রিপন, জয়িতা, অন্তি, অর্পিতা, শ্রেয়া, হিয়া, ঐশী ও ঐশ্বর্য।
দলীয় ছড়ায় অংশ নেয় শিশু শিল্পী কাব্য, শাওন, পান্থ, পলক, হিয়া, মেধা ও পায়েল ও শোভন। সমবেত সংগীতে অংশ নেন রানু বিশ্বাস, অনিতা বিশ্বাস, রাখি বিশ্বাস, বিভা বিশ্বাস, মিলি আঢ্য ও মাধবী সরকার।
এছাড়া বর্ষা ঋতুর উপর কবিতা আবৃত্তিতে অংশ নেন স্বর্গ মজুমদার, দৃষ্টি মজুমদার, মায়া রাণী বিশ্বাস, প্রতুল হাজরা, হীরক গোস্বামী। নৃত্যে অংশ নেন কমলিকা বাগচি ও অন্তি ঘটক।
প্রচন্ড বৃষ্টির মধ্যদিয়ে বর্ষার গান, কবিতা ও অন্যান্য অনুষ্ঠান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তোলে।