নড়াইল সদর উপজেলার দুর্বাজুড়ি এলাকায় সড়কের পাশ থেকে রেজানুর রহমান জালাল (৭৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ মে) সকালে নড়াইল-যশোর সড়কের দুর্বাজুড়ি এলাকার রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রেজানুর রহমান জালাল যশোরের শার্শা উপজেলার শ্যামলগাছী এলাকার হারুন অর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের দুর্বাজুড়ি এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে মর্গে পাঠায়। পরে যশোর পিবিআই এর একটি দল নিহতের হাতের ছাপ সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত করে।
তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন জানান, ধারণা করা হচ্ছে ভোর রাতের দিকে দুর্ঘটনায় তিনি নিহত হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24