নড়াইলে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ৬দিনব্যাপী প্রাথমিক স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আইএফআরসির আয়োজনে দুটি ব্যাচে ৬০জন প্রশিক্ষনার্থীকে দুর্ঘনায় আহতদের প্রাথমিক স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন সচেতনতামূলক ধারণা দেয়া হয়।
মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে নড়াইল ক্লাবে আয়োজিত প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। এসময় জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, অধ্যাপক মলয় কান্তি নন্দী. অ্যাডভোকেট সঞ্জীব কুমার বসু, রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিট এ্যাফেয়ারস বিভাগের পরিচালক নাজমা পারভীন সহ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাগেছে, তিনদিন করে দুটি ব্যাচে মোট ৬০ জন প্রশিক্ষানার্থী অংশগ্রহণ করে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com